Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জনতা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের পৌরশহরের একটি দোকানে গ্যাসের সিলিন্ডার চুরি করার সময় তুহিন মোল্যা (২৫) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। তুহিন নওয়াপাড়া পৌর শহরের হাসপাতাল এলাকার ওহিদ মোল্যার ছেলে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের জননী ইলেকট্রনিকসে এ ঘটনা ঘটে। এর আগে সে গত শুক্রবার পৌরশহরের জিএম ইলেকট্রনিক্স নামে আরো একটি দোকান থেকে গ্যাসের সিলিন্ডার চুরি করে, যা ওই দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
দোকান মালিক গোপাল শাহ জানান, শুক্রবার তার দোকান থেকে এক যুবক গ্যাসের সিলিন্ডার চুরি করে। চুরির পুরো দৃশ্য তার দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে ওই ভিডিও ফুটেজ থেকে স্ক্রিন সর্ট নিয়ে চোরের ছবি ফেসবুকে ছেড়ে দেন। ফেসবুকে দেখে পৌরশহরের ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান।
আরেক দোকান মালিক বিল্লাল হোসেন জানান, ঘটনার সময় তার দোকানের বাইরে সিঁড়িতে রাখা গ্যাসের সিলিন্ডার নিয়ে টানাটানি করতে থাকে ওই যুবক। যা দোকানের সিসি ক্যামেরার মাধ্যমে তার নজরে আসে। ওই যুবকের গতিবিধি সন্দেহ হলে তিনি পর্যবেক্ষণ করতে থাকেন। এক পর্যায় গ্যাসের সিলিন্ডার নিয়ে পালানোর সময় আশেপাশের ব্যবসায়ীদের সহযোগিতায় চোরকে ধরে ফেলেন। পরে তাকে গত শুক্রবার আরেক দোকান থেকে চুরি যাওয়া মালিকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হন ধৃত চোরই তার দোকান থেকে সিলিন্ডার চুরি করেছিলো। এ সময় উপস্থিত জনতা চোর তুহিনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version