Site icon suprovatsatkhira.com

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রোকনুজ্জামানকে বাঁচাতে সহযোগিতা কামনা

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: বিধ্বস্ত ক্লান্ত শরীর। চোখের নিচে জমেছে কালি। পরিচিত কাউকে দেখলে চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পানি। দিন দিন কমে আসছে শক্তিও। সামনে কাউকে দেখলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে কাঁদে আর বলে, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। কে জানত মাত্র ২২ বছরের যুবক রোকনুজ্জামান শরীরে বাসা বাঁধবে ঘাতক ব্যাধি ক্যান্সার। যে ছেলেটির স্বপ্ন ছিলো লেখাপড়া শিখে বাবা-মার স্বপ্ন পূরণ ও সংসারে স্বচ্ছলতা আনার। কিন্তু বর্তমানে তার সামনে মৃত্যুর হাতছানি। তবে উন্নত চিকিৎসা করাতে পারলে বাঁচতে পারবে এই মেধাবী শিক্ষার্থী। সেই সাথে বাঁচবে মা-বাবা ও পরিবারের স্বপ্ন।
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের দিনমজুর আবু বক্কর ছিদ্দিক মোড়লের ছেলে রোকনুজ্জামান। ৩ বোন বিবাহিতা। দুই ভাইয়ের মধ্যে সে বড়। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্টুডেন্ট ভিসায় চলে যায় মালয়েশিয়া। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে সেখানে পড়ালেখা করার এক পর্যায়ে গত রমজানে হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে। টেস্ট করে জানতে পারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে সে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাধ্য হয়ে ফিরে আসে পরিবারের কাছে। শুরু হয় সংগ্রামী জীবন। পিতার যেটুকু সহায়-সম্বল ছিল তা বিক্রি করে রোকনুজ্জামানের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সামান্য অর্থে বেশি দূর এগুনো সম্ভব হয়নি। বর্তমানে ঢাকাস্থ আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোকনুজ্জামান। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী এই শিক্ষার্থী। মাত্র ১০ লক্ষ টাকা হলে সুস্থ হয়ে যাে সে, জানিয়েছেন সেখানে কর্তব্যরত চিকিৎসক। এজন্য অসহায় পিতা-মাতা তাদের আদরের সন্তানকে বাঁচাতে সরকারি ও বেসরকারি সংস্থাসহ সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য আবু বক্কর ছিদ্দিক, সঞ্চয়ী হিসাব নং-২০৬০১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখা, সাতক্ষীরা এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৪৮-৬১১৫৮০।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version