এম ওসমান, বেনাপোল: যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করলো প্রাথমিকের ২৫ লাখ বই। এসব বই আমদানি করেছে ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেক্সট বুক। নির্ধারিত চুক্তিতে ভারতে ছাপানো বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের মধ্যে প্রথম এই চালানে প্রায় ২৫ লক্ষ বই বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের ২ নম্বর পণ্য গুদামে আমদানিকৃত বই ভারতীয় ট্রাক থেকে আনলোড করে রাখা হয়েছে।
বেনাপোল বন্দরের ২ নম্বর পণ্য গুদামের ইনচার্জ (ওয়ার হাউজ সুপারেন্ডেন্ট) মো. রুহুল আমিন জানান, ১৩ হাজার ২শ ৫০ বান্ডেলে প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ২৫ লক্ষ বই আমদানি করা হয়েছে।
বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে এখনও বই আমদানি করা হবে। যেসব বই ইতোমধ্যে আমদানি হয়েছে শনিবার (৩ নভেম্বর) থেকে তা বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দর দিয়ে দেশে আসলো প্রাথমিকের ২৫ লাখ বই
https://www.facebook.com/dailysuprovatsatkhira/