ডেস্ক রিপোর্ট: বুদ্ধি প্রতিবন্ধীদের বিভাগীয় পর্যায়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সুইট বাংলাদেশের যুগ্ম মহাসচিব অজান্তা রাণী সাহা ও স্কুলের প্রধান শিক্ষক এম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন।
প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের চিত্রাংকন, অভিনয়, আবৃত্তি এবং নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সমাজেরই অংশ। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদেরই বোন। একজন সুস্থ মানুষ যে সকল সুযোগ সুবিধা পাবে। ঠিক তদ্রুপ প্রতিবন্ধীরাও সে সকল সুযোগ সুবিধা পাবে।
বুদ্ধি প্রতিবন্ধীদের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/