Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ নভেম্বর) প্রতাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে এ চক্ষু শিবিরের আয়োজন করে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতাপনগরের কৃতি সন্তান সদ্য অবসরপ্রাপ্ত সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহিদুর রহমান লাভলুর ব্যবস্থাপনায় শিবিরে অর্থায়ন করেন সাইট সেভারস্ বাংলাদেশ।
চক্ষু শিবিরে প্রতাপনগর ও পার্শবর্তী ইউনিয়নের ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ৬৫ জন রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। যাদের বিনামূল্যে খুলনার বিএনএসবি হাসপাতালে পর্যায়ক্রমে অপারেশন করা হবে। এছাড়া যাদের চশমা প্রয়োজন তাদের সীমিত খরচে চশমা প্রদান করা হয়েছে।
এদিন চিকিৎসা সেবা প্রদান করেন খুলনার বিএনএসবি হাসপাতালের সহকারি সার্জন ডাঃ মাখছুদুর মওলা ও ডাঃ রিয়াল।
শিবিরের সার্বিক তত্ত্ববধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন মুন্নি, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ওয়ালিউর রহমান রিপন, মুক্তিযোদ্ধা জামাত আলী গাজী, ম্যানেজিং কমিটির সম্পাদক নূরুল ইসলাম মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version