Site icon suprovatsatkhira.com

পূণ্যস্নানে হলো দুবলার চরের রাসমেলা

ডেস্ক রিপোর্ট: পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব। বুধবার থেকে শুরু হওয়া এ উৎসব শুক্রবার ভোরে সূর্য উদয়ের আগেই হাজার হাজার পূণ্যার্থীর সাগররের লোনা পানিতে স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে। স্নানের পরপরই সকলেই আবার ফিরতে শুরু করেন। প্রতি বছর বাংলা কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিয়ে থাকেন। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মনে করেন তাদের দেবতা শ্রীকৃষ্ণ এ তীর্থস্থানে এসে পূন্যস্নান করেছেন। তাই শত বছর ধরে তারাও তা করে আসছেন। ধর্মীয় ভক্তি শ্রদ্ধায় হিন্দু সম্প্রদায়ের লোকজন গত প্রায় দুই যুগ ধরে জাকজমক পূর্ণভাবেই পালন করে আসছে এই দুবলার চরের রাস উৎসব। উৎসবটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি এখন পরিণত হয়েছে মিলনমেলায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version