Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় রাস উৎসব

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পূজা অর্চনা, পূণ্যস্নান, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উৎসব উদযাপিত হয়েছে। পৌরসভার ৬টি মন্দিরের উদ্যোগে শুক্রবার সকালে শিববাটীতে রাস মেলা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে রাস উৎসবে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, আসমা আহম্মেদ, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় দেবু।
রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জগদীশ রায়, মৃনাল কান্তি সানা, সুজন কুমার সানা, বিভুতি সানা, প্রশান্ত কুমার মন্ডল, উদয় কুমার সানা, জয়ন্ত কুমার মন্ডল, সমর মন্ডল, অমর মন্ডল, বিরাজ মন্ডল, দিপক সরদার, দুলাল শীল, দিপংকর মন্ডল, রঞ্জন মন্ডল, উত্তম সানা, সুকৃতি সরদার, বিকাশ সরদার, লিটন সানা, সুভাষ মন্ডল, বিপ্লব সানা, মিঠুন সানাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version