Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বিদায়ী উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, ওসি (অপারেশন) রহমত আলী, কাউন্সিলর আসমা আহমেদ, কবিতা দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জয়া রানী রায়, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সন্তোষ কুমার সরদার, ইলিয়াস হোসেন, আব্দুল গফফার মোড়ল, এটিএম নাহিদুজ্জামান, মোহাম্মদ আলী গাজী, বিদ্যুৎ বিশ্বাস, ইব্রাহিম গাজী, শাহীন ইকবাল ও বৈদ্যনাথ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭টি সেরা সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version