পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব নিজাম উদ্দীন। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, ইন্সটেক্টর রণজিৎ কুমার, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, দপ্তর সম্পাদক হেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, জামিনুর ইসলাম, প্রজিৎ কুমার রায়, লিপিকা ঢালী, ফসিয়ার রহমান, শাহানাজ পারভীন ও আনারতি ঢালী।
অনুষ্ঠানে ১৭ জন যুবদের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/