Site icon suprovatsatkhira.com

পলাশপোলে এলাকাবাসীর সাথে সদর ওসি’র মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: শহরের পলাশপোল এলাকায় সম্প্রতি গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উপস্থিতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় পুলিশ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছে।
রোববার বিকালে পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় নেই। সন্ত্রাসী যারাই হোক তাদের খুঁজে বের আইনের আওতায় আনা হবে। তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে বলেন, প্রতিটি বাড়ির সামনে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতে হবে। রাস্তার পাশে ঝোপঝাড় পরিষ্কার করতে হবে। যারা বাসা ভাড়া দেন তাদের অবশ্যই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে রাখতে হবে। এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকা থেকে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যদি এলাকায় ঘরভাড়া করে আত্মগোপন করে থাকে তাহলে তাদের ব্যাপারেও সজাগ থাকার আহবান জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version