Site icon suprovatsatkhira.com

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

ডেস্ক রিপোর্ট: ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৪-২৯ নভেম্বর) উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশন আরা জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. জি.এম মুজিবর রহমান। মূল প্রতিপাদ্যের উপর বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান।
আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, দেবহাটার এমও (এমসিএইচ-এফপি) ডা. রনজিৎ কুমার রায়, কলারোয়ার এমও (এমসিএইচ-এফপি) ডা. কানিজ ফতেমা, কালিগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম, এমও (এমসিএইচ-এফপি) ডা. প্রবীর কুমার মুখার্জী, তালার এমও (এমসিএইচ-এফপি) ডা. মো. আবুল বাসার ও সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলা প.প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version