Site icon suprovatsatkhira.com

নারীর সমতা ও সমঅধিকারের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

বিশ্ব নারী নির্যাতন প্রতিবাদ দিবস ও মানবাধিকার পক্ষ উপলক্ষ্যে নারীর সমতা ও সমঅধিকারের দাবিতে রোববার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত। এতে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক প্রগতিশীল নেতৃত্বের বিকাশ, নারী তথা সংখ্যালঘু মানুষের সুরক্ষা, নারী পুরুষের সমতা, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সিডো সনদের পূর্ণ বাস্তবায়নসহ সকল বৈষম্যমূলক আইনের অবসান দাবি করা হয়।
মহিলা পরিষদের সভানেত্রী আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সহ-সভাপতি কালিদাস কর্মকার, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, এম জিললুর রহমান, মমতাজ হোসেন বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সেলিম রেজা মুকুল, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদসহ বিভিন্ন উন্নয়নকর্মী ও মহিলা পরিষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version