নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে স্প্রিং সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ফেয়ার চলাকালীন সময়ে সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর শরীফ মোহম্মাদ খান। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ইইঅ, ইঅ(ঐড়হং) রহ ঊহমষরংয, ঈঝঊ, ঊঊঊ, ই. অৎপযরঃবপঃঁৎব, ঈরারষ ঊহমরহববৎরহম, ইঝঝ.(ঐড়হং) রহ ঊপড়হড়সরপং বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে গইঅ (জবমঁষধৎ ্ঊীবপঁঃরাব), গঅঊ রহ ঊহমষরংয, গঝঝ রহ ঊপড়হড়সরপং কোর্স চালু আছে। প্রেস বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশন ফেয়ার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/