Site icon suprovatsatkhira.com

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা: নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা কামনা

মীর খায়রুল আলম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামানা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ ও অফিসার ইনচার্জের পক্ষে ওসি (তদন্ত) উজ্বল মিত্র। সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় তারা এ আহব্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মিত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ার‌্যান আবু বকর গাজী, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, বিজিবির সুবেদার আমিনুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকৌশলী মোমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, হিসাবরক্ষণ অফিসার জিএম নূরুল আমিন, বিআরডিপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
এ সময় বক্তারা আরো বলেন, আগামী ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। আর সে জন্য প্রশাসন সব সময় সতর্ক থাকবে। প্রশাসনকে তথ্য দিলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা করলেই কঠোর ব্যবস্থা নিতে সময় নেওয়া হবে না। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে মাঠে থাকবে প্রশাসন। দেবহাটায় এবার ৪০টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৮৬টি বুথ থাকবে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারীদের তালিকা প্রস্তুত করার কাজ চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর জন্য চাই সকলের সহযোগিতা কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version