দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলায় দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান ও দিক নির্দেশমূলক কর্মশালা হয়।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে দাকোপ ও মোংলা উপজেলার ছয়টি দলিত স্কুলের ৩০ এসএসসি পরীক্ষার্থীর মাঝে জনপ্রতি দুই হাজার দুইশত টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিতের শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ননীগোপাল দাশ, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন বিশেষ অতিথি ছিলেন।
দলিতের সিডিও বিপ্লব ম-লের সঞ্চালনয় উপস্থিত ছিলেন হিসাব রক্ষক প্রদীপ দাস, সিডিও উত্তম দাস, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন
দাকোপে দলিতের উদ্যোগে শিক্ষর্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/