তালা প্রতিনিধি: গতকাল (২৮ নভেম্বর) সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া মাঠে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে ইউনিয়ন মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এবং ইউএনইউমেনের সহায়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। ব্র্যাকের শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুমায়ন কবীর, সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা আক্তার ময়না, শিক্ষক তুষার কান্তি, আব্বাস আলী, আসাদুল ইসলাম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রোগ্রাম অর্গানাইজার মোরশেদা আক্তারসহ শতাধিক নারী-পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
২/ক পি-২
বিভাগীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিতে স্থান পেলেন সাতক্ষীরার বাবু ও আবু ছালেক
জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা বিভাগীয় কমিটি অনুমোদন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে খুলনা জেলার আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে যশোর জেলার মোহসিন সরকার, সহ-সভাপতি পদে বাগেরহাট জেলার আবু নাঈম, ঝিনাইদহ জেলার শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার হারুন অর রশিদ বাবু, মেহেরপুর জেলার এ এস এম ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলার খন্দকার রহমত আলী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে খুলনা জেলার রতন কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যশোর জেলার জসিম উদ্দীন খান, মাগুরা জেলার মোশফিকুর রহমান খান, খুলনা জেলার বোরহান উদ্দীন বিশ্বাস, নড়াইল জেলার সুব্রত কুমার ঘোষ, কুষ্টিয়া জেলার জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলার সাইফুল ইসলাম বাবু, সদস্য পদে যশোর জেলার আবুল হাসান, চুয়াডাঙ্গা জেলার গোলাম মাওলা খান, কুষ্টিয়া জেলার মাহবুবুর রহমান ফারুক, মেহেরপুর জেলার সাইদুল হাসান রিপন, সাতক্ষীরা জেলার মো: আবু ছালেক ও ঝিনাইদহ জেলার আক্কাস আলী নির্বাচিত হয়েছেন।
তালায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে ইউনিয়ন মেলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/