Site icon suprovatsatkhira.com

তালায় প্রস্তাবিত উপকূল দিবস পালিত

তালা প্রতিনিধি: তালায় “উপকুলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি” এই প্রতিপাদ্যে প্রস্তাবিত ‘উপকূল দিবস’ পালিত হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তালা প্রেসক্লাবের আয়োজনে ও উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপ-শহরে র‌্যালি, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।
উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, ওয়ার্কাস পাটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরণম্ময় ম-ল প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্বরণে ১২ নভেম্বর সরকারি ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version