Site icon suprovatsatkhira.com

ডুমুরিয়ায় অপসারণের মৌখিক নির্দেশ দিয়েই দোকানঘর ভাঙচুর

চুকনগর (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সরকারি উদ্যোগে কোন ধরণের নোটিশ ছাড়াই মাত্র একঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েই ৪০-৪২ বছরের দখলীয় জায়গার উপর নির্মিত চারটি দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানিয়ে দোকানীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।
শনিবার (১৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক নারী-পুরুষ সাথে নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত দোকানদার গণেশ গাইন। উপস্থিত ছিলেন সত্য প্রসাদ মল্লিক, শংকর মন্ডল, মিলন বাছাড়, নিহার মন্ডল, ইউপি সদস্য লোকেশ কবিরাজ, পৃথিশ বৈরাগী প্রমুখ।
লিখিত বক্তব্যে গণেশ গাইন বলেন, ওড়াবুনিয়া গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত খাস জায়গায় ৪০-৪২ বছর পূর্ব থেকে স্থানীয় ভূমিহীন গনেশ গাইন, বিশ্বজিত মল্লিক, সঞ্জয় বাকচী ও রাজনগর গ্রামের পঞ্চানন হালদার দোকান ঘর নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। পহেলা নভেম্বর ১ ঘণ্টা আগে অপসারণের মৌখিক নির্দেশ দিয়েই জেলা প্রশাসকের একজন সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দোকানগুলো ভেঙে দেয়া হয়। এতে দোকানদারদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিগত কয়েক বছর যাবত জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খুলনা জেলা পরিষদের সদস্য স্থানীয় শোভা রানী হালদারের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে ওই দোকানীদের। শোভা রানী বিভিন্ন সময় ওই দোকানগুলো উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। তারই জের হিসেবে সরকারের বিনা প্রয়োজনে শুধুমাত্র গরীবের ওই দোকানগুলো ভাঙচুর করা হয়। হতদরিদ্র পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version