Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে অসহায় মহিলাকে হয়রানির অভিযোাগ

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজলার চাম্পাফুলে অসহায় এক মহিলাকে হয়রানীর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর মৌজায় ২৮০ দাগের ৭৪/৪২ (২৫৮ নতুন) খতিয়ানে ৭ শতক জমি উজিরপুর বাজারে অবস্থিত পৈত্রিক সূত্রে পাওয়া উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলী গাইনের মেয়ে হামিদা খাতুন বিভিন্ন ব্যাংক ও এনজির কাছ থেকে লোন নিয়ে একটি ৯ রুম বিশিষ্ট মার্কেট তৈরি করেন। যা বর্তমানে জাগারণী চক্র ফাউন্ডেশনের কাছে চুক্তির মাধ্যমে ভাড়া দেওয়া আছে।
অভিযোগে উল্লেখ আছে, একই গ্রামের মৃত আফিল উদ্দীন গাইনের ছেলে আব্দুল গণি গাইন হামিদা খাতুনের কোন জমি বা জমিতে কোন মার্কেট নেই এই মর্মে বিভিন্ন দপ্তরে অভিযোগের মাধ্যমে হয়রানী করার চেষ্টা করেন। হামিদা বাদী হয়ে আদালতের ল্যান্ড সার্ভে একটি মামলা দায়ের করেন। বিভিন্ন তারিখে শুনানী শেষে ল্যান্ড সর্ভের বিচারক সাক্ষ ও প্রমাণের ভিত্তিতে পয়লা নভেম্বর মামলার বিবাদির পক্ষে রায় ঘোষণা করেন। কিন্তু তারা বাদীকে বিভিন্নভাবে জব্দ করার কৌশল অবলম্বনের ধারা অব্যাহত রাখে। বাদী হামিদা খাতুনের আবেদন বিষয়টি সরেজমিন তদন্তের মাধ্যমে সঠিক বিচার এবং বিবাদীর কর্র্তৃক হয়রানীর হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্থক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version