Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে অগ্নিকান্ড

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।
দোকানের মালিক ইয়াসিন আলী জানান, চাম্পাফুল কালিবাড়ি বাজারে ইয়াসিন মেডিকেল (আয়্যুর্বেদিক) ঔষধালয় বন্ধ করে তিনি বাড়িতে যান। এক পথচারী তার দোকানে আগুন লেগেছে এখবর মোবাইলের মাধ্যমে জানায় তাকে। দোকানের মালিক অগ্নিকান্ডের ঘটনা স্বচক্ষে দেখে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। যতক্ষণে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শেষ করে ততক্ষণে দোকানে থাকা ১৬ টি অত্যাধুনি চিকিৎসা মেশিন, ল্যাপটপ ও ঔষধ মিলে ২৪/২৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
এদিকে অগ্নিকান্ডের ঘটনা শুনে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন ঘটনাস্থলে পৌঁছান এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন বৈদ্যুতিক শট-সার্কিটের কারণে ঘটনার সূত্রপাত ঘটতে পারে। পরে কালিগঞ্জ থানার এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version