Site icon suprovatsatkhira.com

খুলনা-৬ আসনে শেষ দিনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে শেষ দিনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়ালের নিকট এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনার পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, শেখ আনোয়ারুল ইসলাম, সরদার তোফাজ্জেল হোসেন, নাজির আহম্মেদ, সেলিম রেজা লাকি, আতাউর রহমান, মোস্তফা মোড়ল, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, ওবাইদুল্লাহ, টুটুল ও আব্দুল মজিদ। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, রবিউল ইসলাম, কৃষ্ণ রায়, আশিক মাহমুদ, মুজিবুর রহমান, মাসুদুর রহমান ও তন্ময় রায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিবিপি’র মনোনীত প্রার্থী সুভাষ চন্দ্র সানা মহিমের সাথে উপস্থিত ছিলেন কমরেড শেখ আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবু, জিল্লুর রহমান, অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল, গুলজার রহমান, আফজাল হোসেন, বিপ্লব মন্ডল ভোলা, অমল মন্ডল ও রাম প্রসাদ। জাকের পার্টি মনোনীত প্রার্থী শেখ মর্তুজা আল মামুরনর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, পৌর সভাপতি এরশাদ মোড়ল ও কপিলমুনি ইউনিয়ন সভাপতি শেখ ইফতেখার আল মামুন। জামায়াতের সাবেক নেুা স্বতন্ত্র প্রার্থী মাওলানা আব্দুল কাদির। এর আগে প্রথম মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা নূর আহমাদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version