Site icon suprovatsatkhira.com

খুলনায় ৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খুলনা অফিস: খুলনায় ছয়টি আসনে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার খুলনা-১ আসনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, বিএনপির আমীর এজাজ খান, ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী আন্দোলনের আবু সাঈদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা- ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, সিপিবির এইচ এম শাহাদাৎ, গণফ্রন্টের মনিরা বেগম, ইসলামী আন্দোলনের আবদুল আউয়াল, জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বেল্টু, মুসলিম লীগের এস এস ইসমাইল আলী।
খুলনা- ৩ আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, বিএনপির রকিবুল হাসান বকুল, এস এস আরিফুর রহমান মিঠু, বাসদের জনার্দন দত্ত নান্টু, ইসলামী আন্দোলনের মাওলানা মুজ্জাম্মিল হক ও জেএসডির অ্যাডভোকেট আ ফ ম মহসিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আজিজুল বারী হেলাল, শরীফ শাহ কামাল তাজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেএম আলী ইমদাদ, বিএনএফের মেজর (অব:) হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ, খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসেন।
খুলনা- ৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, বিএনপির ডা. গাজী আব্দুল হক, ড. মামুন রহমান, জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সিপিবির চিত্তরঞ্জন গোলদার, ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা- ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু, বিএনপির এস এম শফিকুল আলম মনা, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জেএসডির আইয়ুব আলী কাজী ও ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার খুলনা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনে জাতীয় ফুটবল দলের কৃতী ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version