Site icon suprovatsatkhira.com

কৈখালীতে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ!

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের সাহেবখালী খাল দখল করে দোকান ঘর তৈরী করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের সাহেবখালী গ্রামের সাইক্লোন সেল্টার সংলগ্ন সরকারি খাল দখল করে স্থানীয় মো. নাসিরুদ্দীন মোড়লের ছেলে মো. মাহাবুবুর রহমান মোড়ল দোকান ঘর নির্মাণ করছে। বিষয়টি ইতোপূর্বে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার ও কৈখালী ভূমি অফিসকে অবগত করা হলে দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন। কিন্তু ভূমি প্রশাসন অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা বা সরকারি খাল দখল করে নির্মিত দোকান ঘর উচ্ছেদ না করায় পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২ নভেম্বর) ভোর থেকে পূর্বের ন্যায় দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি পুনরায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও কৈখালী ভূমি অফিসকে অবগত করা হলে আবারও দোকান ঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসীর দাবি এভাবে প্রশাসনের আদেশ অমান্য করে বারবার সরকারি জায়গায় দোকানঘর নির্মাণকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।
কৈখালী ভূমি কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে ভূমি অফিসের মাধ্যমে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়। অবৈধ দখলদারের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version