Site icon suprovatsatkhira.com

কেশবপুরে পান গাছ কেটে লাখ টাকার ক্ষতি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পূর্বশত্রুতায় ১৫শ’ পানের গাছ কেটে দিয়ে এক কৃষকের লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাদার চন্দ্র হোড়ের ছেলে বিকাশ চন্দ্র হোড় ৩ বছর আগে বাড়ির পাশে দেড় বিঘা জমিতে পানের বরজ করে পরিচর্যা করে আসছেন। এ পর্যন্ত তার ওই বরজের পিছনে ২ লাখ টাকা খরচ হয়ে গেছে। এই বরজের পান বিক্রির টাকায় চলে ওই কৃষকের সংসার। বিকাশ চন্দ্র হোড় যখন বরজ থেকে পান বিক্রি শুরু করেন ঠিক তখনই দুর্বৃত্তরা ওই বরজের ১৫শ’ গাছ কেটে দেয়। এতে তিনি প্রায় লাখ টাকার ক্ষতির সন্মুখীন হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় বিকাশ চন্দ্র অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version