Site icon suprovatsatkhira.com

কেশবপুরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে গরু ব্যবসায়ীর তিন লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৪ নভেম্বর) রাত ৭টার দিকে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের ক্রাইম পয়েন্ট খ্যাত দেউলী চৌরাস্তা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের গরু ব্যবসায়ী নওশের আলী শেখের ছেলে বজলুর রহমান রোববার তালা থানার সেনপুর বাজারে ৮টি গরু বিক্রি করা সমুদয় টাকা নিয়ে আলমসাধুযোগে কেশবপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ৭টার দিকে ক্রাইম পয়েন্ট খ্যাত দেউলী চৌরাস্তা মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে আসা ৩-৪ জন ছিনতাইকারী হঠাৎ আলমসাধুর গতি রোধ করে কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় বজলুর রহমান বাদী হয়ে রোববার রাতেই কেশবপুরের ভবানিপুর গ্রামের মোজাম মোড়ল, শহীদ মোড়ল ও জামাল দফাদারকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version