Site icon suprovatsatkhira.com

কেশবপুরে ইফা’র তত্ত্বাবধায়ক রুহুল আমীন বরখাস্ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর শাখার মডেল কেয়ার টেকার রুহুল আমীনকে অবশেষে চুড়ান্তভাবে অব্যাহতি দেয়া হয়েছে। চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দু’দফা তদন্তের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সংক্রান্ত যশোর উপ-পরিচালকের কার্যালয়ের ১৬.০১.০০০০.০২৫.১৯.০৯৭.০৯/৭১০০ নং স্মারকধারী পত্রে উল্লেখ করা হয়েছে, রুহুল আমীন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কেশবপুরে মডেল কেয়ার টেকার পদে দায়িত্বে থাকাকালে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অজুহাতে ৫ লাক্ষাধিক টাকা হাতিয়ে নেন। গত ২৩ জুলাই যশোর অঞ্চলের উপ-পরিচালক স্বাক্ষরিত এক পত্রে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদানসহ সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হওয়াসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাও পৃথকভাবে তদন্ত সম্পন্ন করেন। সেখানেও তিনি অভিযুক্ত প্রমাণিত হয়েছেন। সম্প্রতি তিনি সাময়িক বরখাস্ত থাকাকালিন সময়ে শিক্ষকদের সাথে উশৃঙ্খল আচরণ, ফিল্ড সুপার ভাইজারদের ভয়ভীতি প্রদানসহ নানারকম অসদাচারণ করেছেন। যা ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। গত ১১ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে কেয়ারটেকারদের অব্যাহতি প্রদান ও বহাল রাখা অনুচ্ছেদ ৪ অনুসারে রুহুল আমীনকে মডেল কেয়ারটেকারের দায়িত্ব পালন থেকে চুড়ান্তভাবে অব্যাহতি দেয় হয়

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version