কেশবপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবু ঢাকায় অপহৃত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাত ৮টার পর রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি তাদের। তাকে মুক্তির জন্য পরিবার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দেয়া হলেও গত ৩ দিনেও তার মুক্তি বা কোন হদিস মেলেনি।
ঢাকায় অবস্থানরত কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, মনোনয়নপত্র ক্রয় ও জমা দেয়ার জন্য তিনি গত ১২ নভেম্বর ঢাকায় যান। সেখানে পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলের ৪১৩ নম্বর কক্ষে অবস্থান নেন। তিনি ১৯ নভেম্বর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সেখানে অবস্থান করতে থাকেন। ঘটনার দিন রাত ৮টার দিকে তার সঙ্গী ইউপি সদস্য সাইফুল ইসলাম ঔষধ কিনতে যান। ঔষধ কেনার পর ফিরে এসে তাকে আর হোটেল রুমে দেখতে পাননি। এর পরপরই রাত সাড়ে ৮ টার দিকে তার ব্যবহৃত সেল ফোন থেকে তার কেশবপুরস্থ ভাগ্নের সেলফোনে কয়েকটি মিসকল আসে। প্রত্যেকবার নম্বরটিতে ব্যাক দিলে হ্যালো হ্যালো ছাড়া কোন কথা হয়নি। এরপর এরপর ০৯৬৩৮৮৮৮২০২ নম্বরের মোবাইল থেকে ওই ভাগ্নের কাছে ফোন দিয়ে তার মামার জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ জন্য ওই রাতে কয়েকটি বিকাশ নম্বরও সরবরাহ করে অপহরণকারীরা। কিন্তু রাত ১২টার পর বিকাশের ট্রানজিট বন্ধ থাকায় সোমবার সকালে অপহরণকারীরা ০১৭৪৮১১০৫৭৭ নম্বর মোবাইল থেকে পুনরায় যোগাযোগ করলে তাদের দেওয়া বিভিন্ন নম্বরে দেড় লাখ টাকা বিকাশ করা হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে অপহরণকারীরা দেড় লাখ টাকার প্রাপ্তি স্বীকার করে আরও ৫০ হাজার টাকা দাবি করে। বহু অনুরোধের পর অপহরণকারীরা ২০ হাজার টাকা বিকাশ করার জন্য ২টি নম্বর সরবরাহ করে বলে, ওই টাকা পাওয়ার আধা ঘন্টার মধ্যে আবু বকর আবুকে ওই হোটেলের সামনে ছেড়ে আসা হবে। সাড়ে ১০টার দিকে ২০ হাজার টাকা বিকাশ করার পরও তাকে ছাড়া হয়নি এবং তারা আর মোবাইল রিসিভ করেনি। দুপুর সাড়ে ১২ টা থেকে অপহরণকারীদের মোবাইল বন্ধ পাওয়া যায়। এ খবর লেখা পর্যন্ত আবুর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে এবং তার কোন সন্ধান পাওয়া যায়নি। আবু বকর আবু নিখোঁজ হওয়ার বিষয়টি ঢাকার র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কেশবপুরের বিএনপি নেতা আবু ঢাকায় অপহৃত, পণ দিয়েও মেলেনি মুক্তি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/