Site icon suprovatsatkhira.com

কাশিমাড়ীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টে রোকন বুক ডিপো চ্যাম্পিয়ন

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে চার দলীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে রোকন বুক ডিপো চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে শেখ কামাল স্মৃতি সংসদ ও গোবিন্দপুর সোনার বাংলা সংঘের যৌথ আয়োজনে গোবিন্দপুর আবু হানিফ কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগরের রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে কালিগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সহস্রধিক দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজী আনিছুজ্জামান আনিচ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, অ্যাডভোকেট গাজী আব্দুস সালাম, গাজী সাইফুল ইসলাম, গাজী রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর সত্বাধিকারী রোকন উদ্দিন বাবু, আ’লীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেন, সমাজসেবক গাজী আসাদ প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন সোনার বাংলা সংঘের সভাপতি ও যশোর জেলা ডিবি পুলিশের এস.আই মুরাদ হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক গাজী মাসুদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
খেলাটির ধারাভাষ্যে ছিলেন সহকারি শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক, জহুরুল হক, নব কুমার বিশ্বাস এবং পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবির, শেখ তৈয়বুর রহমান বাবলু, মজনু এলাহী ও মোজাফফর হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version