Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আবিদ হাসান: সাতক্ষীরায় স্ত্রী নাসিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জালাল সানাকে ৩০২ ধারায় মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি জালাল সানা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাক সানার ছেলে।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছর ১৩ মার্চ রাতে জালাল সানা পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নাসিমা খাতুনকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের পিতা আনোয়ার আলী মোড়ল বাদী হয়ে ১৪ মার্চ কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন ১৭ মে জালাল সানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৩জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version