Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকমার দাশ বাচ্চু, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর প্রমুখ।
সভায় জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। পরবর্তীতে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version