Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয় কমিটির মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সমন্বয় কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা যুব লীগের সভাপতি ও সমন্বয় কমিটির আহবায়ক শেখ আনোয়ারুল কবির লিটুর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,সমন্বয় কমিটির সদস্য সচিব গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ, উপজেলা তরুণ লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি শাহ-আলম ঢালী, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখার আলম সুমন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন, ধলবাড়িয়া সভাপতি তাইজুল ইসলাম, মৌতলা কৃষকলীগের সভাপতি আকবার আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, রতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রাণী, মথুরেশপুর সভাপতি জহুরা খাতুন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version