ডেস্ক রিপোর্ট: কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ভ্যাল্যু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার।
কর্মশালায় মাল্টিমিডিয়ায় এনজিএফ এর কাঁকড়া হ্যাচারির ম্যানেজার আশুতোষ বিশ^াস কাঁকড়া সাবসেক্টরের অবদান বর্ণনা করেন।
কর্মশালায় সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও তালা এবং খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার মৎস্য কর্মকর্তারা অংশ নেন।
আরও বক্তব্য রাখেন এনজিএফ’র পরিচালক (মাইক্রোক্রেডিট) আলমগীর কবির, এনজিএফ কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/