Site icon suprovatsatkhira.com

কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ৪ বাংলাদেশি হস্তান্তর

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার। বৈঠক শেষে ভারতের তারালী বিএসএফের হাতে আটক দুই নারী, এক পুরুষ ও এক শিশুকে হস্তান্তর করা হয় রোববার বিকালে।
কাকডাঙ্গা বিওপির নায়েক হেলাল উদ্দিন জানান, শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ৪ ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় তারালী বিএসএফের হাতে আটক হয়। রোববার বেলা ১১টার দিকে কেঁড়াগাছি সীমান্তের আমতলীর মেইন পিলার ১৩/৩ এসএর ৫আর বির জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। এঘটনায় রোববার কলারোয়া থানায় মামলা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version