Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে ইউএসএইড এবং উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়ন ও সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়ার আলী, সামছুর রহমান, আলহাজ্ব নজরুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম রানা, মুজিবুর রহমান, মহিলা সদস্যা রুবিনা সালাম, রনজিলা কুদ্দুস, সেলিনা মাওলা, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রদর্শক শাহিনুর রহমান, কলারোয়া উপজেলা অগ্রগতি সংস্থা প্রতিনিধি সেলিম হোসেন, আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা মানব পাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যার মধ্যে অন্যতম বিষয় ছিল বাল্য বিবাহ, কর্ম সংস্থানের অভাব, আর্থিক অস্বচ্ছলতা, দালালের প্রলোভন, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ ও দালালের মাধ্যমে বিদেশ গমন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version