ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর সদরের পলাশ সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যশোরের শার্শা উপজেলার জিরোনগাছা গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী রহিমা খাতুন (৫০) কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।