শুভ্র সফেদ কাশবন
বিদায় নিলো আজি,
রূপ বাহারের হেমন্তকাল
পাখনা দিলো মেলি।
কার্তিক আর অগ্রহায়ণেই
তোমার আগমন,
কাস্তে হাতে কৃষাণ মাঠে
প্রফুল্ল তাঁদের মন।
সবুজ পাতার ধানগুলো
আজ ধরেছে হলুদ রঙ,
পল্লী গাঁয়ে খুশির মিছিল
খোকা খোকির ঢঙ।
পল্লীবধূ নতুন ধানের
বানাই পুলি পিঠা,
খেজুর রসের চিতই পিঠা
খেতে বিষম মজা।
নতুন চালের গন্ধে
চারদিক মৌ মৌ,
ধুম পড়ে যায় পাড়া
গাঁয়ে ব্যস্ত থাকে বউ।
এমন সকল রূপের
বাহার সৃষ্টি বলো কার?
নির্জনতায় খুঁজে দেখো
পরিচয় পাবে তাঁর।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/