ভালোবাসায় নেই কোনো প্রতিশোধ,
হয়না কোনো প্রতিদান,
তব হেতু জাগ্রত বোধ,
নেই কেনো সম্মান।
মর্যাদা দিতে নাই পারি,
নাই বা করি অপমান,
করলো কেনো ছলচাতুরি
যুগিয়ে যায় ইন্ধন।
মিথ্যা দিয়ে পারবেনা করতে জয়,
ঈশ্বর যদি সহায় হয় তার কিসে ভয়,
কড়াই গন্ডাই মিটেছে সব দাম,
সবই ভালোবাসা আর বিশ্বাসের সমাগম।
ভালোবাসা হারিয়ে নেই কেনো অনুতাপ,
বিদ্ধস্ত করে বুঝি লোভ আর পাপ।
কি আছে সদয় মাঝে,
তবে এতো অহংকার,
জমাট বেঁধে রয়েছে বুকে,
শুধুই হা-হা-কার।
কেনো হলো এমন,
প্রশ্ন শুধাই মন,
অকুল পাথারে,
বধিবে তারে স্বজন।
প্রতিজ্ঞা করলাম যতো,
হবো একদিন জগৎবিখ্যাত।
তৈরি থাকবো লুটিয়ে প্রাণ,
রক্ষা করতে ভালোবাসার সম্মান।
একতরফা ভালোবাসা-ই বয়ে গেলো জীবন,
স্বার্থপর এই দুনিয়ায় হয়না সবাই আপন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/