Site icon suprovatsatkhira.com

কবিতা: স্মরণ ডা. এম আর খাঁনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০১৬ সালের ৫ নভেম্বর হেমন্তের বিকালে
ঝর ঝর ঝরে ঝরেছে অশ্রুধারা
এ দেশের মানুষের নয়নে,
চলে গেলেন তিনি কাঁদায়ে অবশেষে
মহিম-ল ছেড়ে না ফেরার দেশে।
যাঁহার নামের গর্বে গর্বিত মোরা
মৃত্যুতে যাঁর শোকাহত ধরা
সেই মহিমান্বিত মহৎপ্রাণ
মরিয়া অমর তিনি, আমাদের এম আর খাঁন।

চারটে মাত্র বেড নিয়ে এদেশের শিশুদের তরে
রাজশাহী মেডিকেলের ক্ষুদ্র এক ঘরে।
শিশুদের চিকিৎসার জন্য করিলেন বিভাজন
বিস্ময়ে বিস্ময়ে দেখিল এদেশের সুধীজন।
এক অসামান্য মহান মানুষ সঁপেছেন দিয়ে প্রাণ মন
বাঁচাতে এদেশের অগণিত শিশুর জীবন।

চালু করেন এদেশে প্রথম পেডিয়াট্রিক কোর্স
শিশুদের জন্য গড়িতে নুতন ডাক্তার
একান্ত আপন নিভৃতে বাসা বেধেছিল মায়ার
শিশুদের জন্য তাঁর কেঁদেছিল অন্তর।
মানুষ মরণশীল বিশ্বচরাচরে
চিরদিন রহিতে কেহ নাহি পারে
তাই তিনিও চলে গেছেন ভালবাসা কেড়ে
পৃথিবীর সব আলো বাতাস সুখ ছেড়ে।

সেই মহামানব শুয়ে আছেন বেতনা নদীর তীরে
পারিবারিক গোরস্থানে গ্রাম রসুলপুরে
আজ আমরা শোকাহত বাকরুদ্ধ
হারায়ে সম্পদ মহামূল্যবান
চেয়েছি স্রষ্টার কাছে, হে খোদা
তুমি তাকে করো বেহেস্ত দান।
বারবার আসিবে এই দিন
এই ৫ নভেম্বর
স্মরিব আমরা স্মরিবে দেশবাসী
তিনি বিনে মোদের কাঁদিবে অন্তর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version