ভুল বুঝে যেওনাকো সরে
মায়ার বাঁধন ছিড়ে দৃষ্টির অগোচরে,
যেওনা চলে
সব কিছু ভুলে
স্মৃতিময় দিনগুলো পিছনে ফেলে
অথচ কতনা মধুময় রঙিন সে দিন
এখনও জেগে আছে মন মন্দিরে অমলিন।
মিনতি রইল ওগো সূজন একটিবার
কি ছিলাম আমি অথবা তুমি আমার?
সব ভুলে তবু কেন যাও চলে ভুল দিয়ে যদি হবে শেষ-
ফিরে এসা নবরূপে নব সাজে হয়োনা নিরুদ্দেশ।
এসো ছায়া দিয়ে মায়া হয়ে মনের আঙিনায়
আসন পাতা বসবে হেথা দক্ষিণা বায়।
মুখোমুখি চোখা চোখি স্তব্ধ দুপুর
কেটে যাবে বেলা মিলন মেলা ভাবনা সূদূর।
আসবে বিকেল গড়িয়ে সন্ধ্যা
বইবে বাতাস মৃদু মন্দা
এক ফালি চাঁদ রাত্রির কোলে আলোর চাদোয়ায় পাখনা মেলে
স্বপ্ন পুরী হবে মোহনীয় বাসর
এমনি করে কালে কালে রাত শেষ হবে ভোর।
ভুল বুঝে যেওনাকো চলে
কাছে থেকে দূরে বহুদূরে-
ফিরে দেখ প্রসারিত হাত বাড়িয়ে আছি
ফিরে এসো অন্তরে।