এই যামানা থেকে ওভাই
উঠে গেছে বিশ্বাস,
বিশ্বাস করিলে তুমি
খাইবে যে আচাছা বাঁশ।
এই ভূবনে স্বার্থপর লোকের
কোন অভাব নাই,
নিজের স্বার্থ নিয়ে তারা
ব্যতিব্যস্ত সব সময়।
রাস্তাঘাটে চলতে গিয়ে হরেক
মানুষ দেখা যায়,
সাধু বেশে চলে তারা
ধরার কোন উপায় নাই।
খাইয়া, খাইয়া বাঁশ
আমি হইয়াছি ভাবাদর্শ,
বুঝি এখন সব আমি
বিশ্বাস করা মানে ষোলআনা লস
শেষ যামানা এসে গেছে
এরা যে তার আলামত,
হে প্রভু তুমি দিয়ে দাও
এদের একটু বোধ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/