Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে জেল হত্যা দিবস পালিত।
শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে ও প্রণব কান্তি মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলার পৌর মেয়র মো. সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্ল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ আফছার আলী, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, জি এম হেদায়েত আলী টুকু, নির্মল কুমার মজুমদার, শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি সদস্য, এজাহার আলী গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্ছু, মাসুদ পারভেজ রাজু, আজমল হোসেন, শরিফুল ইসলাম, এসএম আসিফ ইকবাল, কবিরুল ইসলাম, সঞ্জয় ঘোষ, সরদার জালাল হোসেন প্রমুখ।
এর আগে কপিলমুনির এই একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।
অপরদিকে সকাল ১১টায় হরিদাসকাটি বি জে মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর ২টায় কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল ডিগ্রী মাদরাসার উন্নয়নকল্পে বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version