আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসআই হাসানুজ্জামান জানান, সোমবার (২৬ নভেম্বর) রাতে গুনাকরকাটি বাজার থেকে গুনাকরকাটি গ্রামের মৃত মানিক গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০) কে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় মামলা করা হয়েছে। অপরদিকে, শ্রীধরপুুর গ্রামের জুুলফিকার আলীর ছেলে আশাশুনি থানার ০৬(০১)১৮ নং মামলার আসামি মাওলানা জাকির হোসেন (৩৯) ও পুইজালা গ্রামের মোহর আলীর ছেলে ৫১১সি/০৯ (ওয়ারেন্ট) নং মামলা আসামি মাওলা বক্সকে আটক করা হয়েছে। আসামিদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
8,825,662 total views, 10,008 views today