Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে নাশকতার অভিযোগে আটক ৩, বোমার সরঞ্জাম উদ্ধার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে।
আশাশুনি থানার এসআই নয়ন চৌধুুরী জানান, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের তত্ত্বাবধানে বুধবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুুটোয় পশ্চিম খাজরা গ্রামের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে শ্রীউলা গ্রামের মৃত আমীর আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম (৪৫), গোয়ালডাঙ্গা গ্রামের মহররম মোড়লের ছেলে আজহারুল ইসলাম ওরফে আজগর মোড়ল (৪০) ও দাদপুর গ্রামের মৃৃত রাজাউল্লাহ ছেলে আছানুর রহমান (৪২) কে আটক করা হয়। তারা স্কুলের একতলা ভবনের বারান্দায় সরকার উৎখাতের অংশ হিসাবে নাশকতার পরিকল্পনা করছিল।
তাদের হেফাজত থেকে জর্দ্দার কৌটা, জালের কাটি, বাইসাইকেলের বল ও কাচের টুকরা উদ্ধার হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতা মামলা নং-০৬(১১)১৮ দায়ের করা হয়েছে।
এছাড়া একই রাতে একটি নন জিআর মামলায় শ্রীধরপুর গ্রামের আনোয়ার হোসেন নামে ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বৃৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version