নভেম্বর ১২, ২০১৮
আধুনিক রেল স্টেশনের সকল ত্রুটি অপসারণ দাবিতে স্মারকলিপি
ডেস্ক রিপোর্ট: নবনির্মিত রেল স্টেশনের প্লাটফরম থেকে দুই ফুটের অধিক উঁচু রেল-বগীর (কোচ) দরজা। রেলের কোচ যখন প্লাটফরমের গা ঘেঁষে এসে দাঁড়ায় তখন প্লাটফরম থেকে বগীতে উঠতে যাত্রীদের বেশ কষ্টই হচ্ছে। প্রতিবন্ধি, বৃদ্ধ, শিশু এবং মহিলা কারোর পক্ষেই স্বাভাবিকভাবে ট্রেনের বগীতে ওঠা অসম্ভব হয়ে পড়বে। তাছাড়া অসাবধানতাবশতঃ কোন যাত্রী যদি বগীর হাতল ধরে উঠতে গিয়ে ফসকে পড়ে যায়, তাহলে তিনি গুরুতর আহত হবেন। এমনকি জীবনহানির শঙ্কাও রয়েছে। এছাড়াও খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ লাল-সবুজ আধুনিক কোচ সরিয়ে নেওয়া হচ্ছে। খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেসের আধুনিক কোচ (এলএইচবি) সরিয়ে না নেওয়ার দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 8,590,271 total views, 6,957 views today |
|
|
|