ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার বেলা ১১টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ ও মনিরুজ্জামান রহিমের পরিচালনায় আধুনিক রেল স্টেশনের সকল ত্রুটি অপসারণ ও এলএইচবি (লারসান-হুপার-বুশম্যান) কোচ অন্যত্র না সরানোর দাবিতে রেল স্টেশনন প্রাঙ্গনে উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট করা হয়। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন খুলনাবাসির দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই রেল স্টেশন। নবনির্মিত এই রেল স্টেশনের প্লাটফরম থেকে দুই ফুটের অধিক উঁচু রেল-বগীর (কোচ) দরজা। রেলের কোচ যখন প্লাটফরমের গা ঘেঁষে এসে দাঁড়ায় তখন প্লাটফরম থেকে বগীতে উঠতে যাত্রীদের বেশ কষ্টই হচ্ছে। প্রতিবন্ধি, বৃদ্ধ, শিশু এবং মহিলা কারোর পক্ষেই স্বাভাবিকভাবে ট্রেনের বগীতে ওঠা অসম্ভব হয়ে পড়বে। তাছাড়া অসাবধানতাবশতঃ কোন যাত্রী যদি বগীর হাতল ধরে উঠতে গিয়ে ফসকে পড়ে যায়, তাহলে তিনি গুরুতর আহত হবেন। এমনকি জীবনহানির শঙ্কাও রয়েছে। এছাড়াও খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ লাল-সবুজ আধুনিক কোচ সরিয়ে নেওয়া হচ্ছে। খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেসের আধুনিক কোচ (এলএইচবি) কোন ভাবেই সরিয়ে না নেওয়া যাবে না।
অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, আলহাজ্ব এস এম দাউদ আলী, মো: নিজামউর রহমান লালু, অধ্যাপক আবুল বাসার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি শেখ আব্দুল্লাহ, মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, আফজাল হোসেন রাজু, বদিয়ার রহমান (মাস্টার), সিপিবির মিজানুর রহমান বাবু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ হাসান ইফতেখার চালু, শেখ আবিদ উল্লাহ, আলী রেজা বাচ্চু, আরজুল ইসলাম আরজু, এস এম আকতার উদ্দিন পান্নু, সরদার রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন বাবলু, শিকদার আব্দুল খালেক, শ্রমিক নেতা খলিলুর রহমান, নুরুজ্জামান খান বাচ্চু, হাফিজুর রহমান চৌধুরী, নারী নেত্রী রসু আকতার, নাগরীক ফোরামের সিলভী হারুন, নিসচা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, জিয়াউর রহমান বাবু সাহেব, অধ্যাপক মো: আযম খান, শাহ মামুনুর রহমান তুহিন, শফিকুল ইসলাম অভি, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের এস এম দেলোয়ার হোসেন আনোয়ার হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান খোকন, উন্নয়ন ফোরাম এর এম এ কাশেম, কামরুল কাজল, নাগরিক আন্দোলনের তোবারেক হোসেন তপু, ইঞ্জিনিয়ার আল মামুন চৌধুরী, আতিয়ার রহমান।
আধুনিক রেল স্টেশনের ত্রুটি অপসারণ দাবিতে ধর্মঘট
https://www.facebook.com/dailysuprovatsatkhira/