Site icon suprovatsatkhira.com

অর্থের অভাবে সন্তান দত্তক!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: ক্লিনিকের সিজার অপারেশনের টাকা যোগাড় করতে না পেরে এক দিনের শিশু সন্তানকে অন্যের কাছে দত্তক দিয়েছেন এক হতভাগা মা।
সূত্র জানায়, পারুলিয়া পলগাদা গ্রামের আঃ মাজেদের কন্যা রাবেয়া খাতুনের (২৫) বিয়ে হয় কয়েক বছর পূর্বে। বিয়ের পরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী তাকে তালাক দেন। তালাকের পরপরই রাবেয়া বুঝতে পারেন তিনি অন্তঃস্বত্তা। এমতাবস্থায় তিনিন কুমিল্লা এলাকার আঃ ওহাবের পুত্র আক্তারুলের (৩৫) সাথে মৌলভীর মাধ্যমে রেজিস্ট্রী ছাড়াই বিয়ে করেন। এরপর বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করার এক পর্যায়ে মঙ্গলবার বেলা ৩ টায় কুলিয়া হাবিবা সার্জিক্যাল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। কিন্তু অপারেশন ও ওষুধের টাকা জোগাড় করতে না পারায় ওই রাতেই কুলিয়া গ্রামের মৃত নূরালী গাজীর পুত্র মোকছেদ আলী (ভদো) নিঃসন্তান হওয়ায় তিনি রাবেয়া খাতুনের ক্লিনিক ও ওষুধ বিল বাবদ ২০ হাজার টাকা দিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। বুধবার সাতক্ষীরা জজ কোর্ট হতে শিশুটির না দাবি সংক্রান্ত এফিডেফিট করে নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version