Site icon suprovatsatkhira.com

হিমু পরিবহণের উদ্যোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট: অসহায় শিশুদের নিয়ে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী পালন করেছে সাতক্ষীরা হিমু পরিবহণ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় শহরের পলাশপোলস্থ রহিমের মজার পাঠশালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়।
হিমু পরিবহণ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও হিমু পরিবহণের সিনিয়র সদস্য পল্টু বাসার, টিআইবির এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মামুন হোসেন, মজার পাঠশালার পরিচালক আব্দুর রহিম, সাতক্ষীরা হিমু পরিবহণের সমন্বয়ক শেখ শাকিল সিয়াম, সদস্য আল মাহিন তামজীদ, হুমাইরা ফারজানা, শেখ আকিব উল্লাহ, সুরাইয়া সুলতানা হ্যাপি, নিশাত নেহা, মার্সিয়া শাহেদ, শাহারিয়ার কবির রিমু, মুক্তি রানি দাস, সম্পদ কুমার শীল, সুব্রত হালদার শুভ, সালাউদ্দিন আহমেদ, শহিদ হাসান, মাহির দিপু, মিতু, চাঁদনী, শান্তা, শেখর, অমিত, মেহেদী, হাবিব প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বাচ্চাদের চকলেট ও ফুল প্রদান, বাচ্চাদের সাথে হুমায়ূন আহমেদের জীবন ও কর্মকা- নিয়ে আলোচনা, খেলাধূলা (বেলুনে কাপ ওড়ানো, শব্দ খেলা, বল খেলা) শিক্ষামূলক ভিডিও ক্লিপ প্রদর্শন, ভূড়িভোজ, স্মারক ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version