নভেম্বর ২৭, ২০১৮
হারির টাকা চাওয়ায় স্বামী পরিত্যক্তাকে লাঞ্ছিত করলেন ঘের মালিক
সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: অসুস্থ মায়ের চিকিৎসার্থে ঘের মালিকের কাছে হারির টাকা চাওয়ায় মারপিটের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা সুফিয়া বেগম (৩৫)। অর্থাভাবে বিনা চিকিৎসায় তার অসুস্থ মায়ের মৃত্যুতে শোকে নিস্তব্দ হয়ে পড়েছে সুফিয়ার পরিবার। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার বালিয়াদহ গ্রামে। 8,424,798 total views, 8,571 views today |
|
|
|