Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আটক ১৫ জেলেকে ফেরত দিয়েছে ভারত

বেনাপোল প্রতিনিধি: পটুয়াখালি সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে সমদ্রে ঝড়ের কবলে নিখোঁজ হওয়া বাংলাদেশি ১৫ জেলেকে দীর্ঘ ৫৪ দিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। ভারতের বনগাঁ পেট্রপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫ বাংলাদেশি জেলেকে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা জেলেরা পটুয়াখালীর মহিতপুরবাড়ী এলাকার বাসিন্দা। তবে একইসাথে নিখোঁজ হওয়া সামসুর জামানের সন্ধান মেলেনি।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯ সেপ্টেম্বর পটুয়াখালি মহিতপুরবাড়ী এলাকা থেকে গভীর সমদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়া জেলেরা হলেন এলাকার রহমত উল্লাহ, কালগাজি, আব্দুস সালাম, নিজাম ও সামসুর জামানসহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তারা। দীর্ঘ ১৯ ঘন্টা পর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানানো হয়। দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর দেশে ফেরেন তারা।
ভারতের পেট্রপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেনের কাছে হস্তান্তর করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version