Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে নিখোঁজের ৬২ ঘণ্টা পর বনরক্ষীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৬২ ঘণ্টা পর বনরক্ষী সোহেল রানা তালুকদারের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টা দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া ইউনিয়নের জলাঘাট সাপলেজা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার জানান, উদ্ধার করা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেছেন বনবিভাগের কর্মীরা। লাশ সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে নিয়ে আসা হচ্ছে। এর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টা দিকে নিয়মিত টহলের সময়ে ট্রলার থেকে পা পিছলে বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হন বনরক্ষী সোহেল রানা। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও কোস্ট গার্ড তার খোঁজে তল্লাশি চালিয়ে আসছিল।
বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলারউখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এমএ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বনবিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনে যোগদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version